কবিতা
প্রকৃতির রং
-সাহেব মান্না
প্রেম তুমি জেগে থাকো
হৃদয়ের মাঝে ।
গোলাপ মেলে ধরো
তোমার পাঁপড়িকে।
সুন্দর রঙে মিষ্টি সুবাসে
নিজেকে করেছো অপরূপা,
যেন শিল্পী হতে চেয়ে।
সমুদ্র তুমি গম্ভীর হও
স্থলভাগের মাঝে।
জাহাজ আর লঞ্চ
ভেসে যায় তোমারই প’রে।
চঞ্চল হয়ে গর্জন করো
নিজের গতিটা হারিয়ে ।
সাহেব মান্না