কবিতা
দুটি চোখের সামনে
-সাহেব মান্না
দেখেছি দুটি চোখের সামনে
সাধের জীবন স্বপ্ন লুট হতে।
দুটি চোখের নেশা লাগানো রঙীন রাত
স্মৃতিতে থেকেছে অঝোর কান্নাতে।
পিয়াসী মন ব্যর্থ হয় সফল হতে
বহুছলনার নাটকীয় জালে।
শূণ্য হৃদয়ে পূর্ণতার স্বপ্নে
দিশেহারা এক প্রেমিক হয়ে ,
খুঁজেছি এই পৃথিবীটাকে নিখুঁত ভাবে।
ঘুম না ভাঙ্গার দেশে অগুনতি ভীড়
দুটি চোখের সামনে এক অস্পষ্ট পর্দা।
লেখা আছে অনেক কিছু, অর্থটা কঠিন নয় ,
তবুও না জানার এ কেমন অক্ষমতা !!
জীবন মৃত্যুর জটিল যুদ্ধ সংসারে
তুমিও রেহাই পেলে না ,মৃত্যুর হাত থেকে।
প্রেমিকার শত অভিমান ভেঙে গেছে,
আবেগ মোহের নেশা কেটে।
তুমিই বলো নতুন পথের নতুন পথিক
ক্লান্তিতে বেদনায় দগ্ধ হয়ে ,
বইছো কেন এক অভিশপ্ত
পূর্ব নির্ধারিত ভগ্ন তরী ?
সাহেব মান্না