কবিতা

কবিতা
পাখিদের সাথে মানবতার গান
-সাহেব মান্না

নীল আকাশের বুকে
লাল -নীল পাখি দেখে ,
ভাবতে ইচ্ছে করে
ওদের তরে ,প্রকৃতির প্রেম ।

ওরে,আকাশে উড়া পাখি
তোর কি সুন্দর আঁখি!
নীল আকাশের বুকে
মেঘেদের সাথে ,
কি সুন্দর খেলা করে !
কাটে দিন গুলি।

ওরে প্রাণ প্রিয় পাখি-
কেমনে উড়িস ?
শুধু একটি বার বল।
তোর সাথে উড়ে যেতে ,
মন করে নীল আকাশের বুকে ।

আমি শুধু তোরই সাথে
দুঃখ -ব্যথা ভুলে গিয়ে ,
গেয়ে যাব মানবতার জয়গান।

20230114_100347.jpg

সাহেব মান্না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *