কবিতা

কবিতা
নব সৃষ্টির অপেক্ষায়
-সাহেব মান্না

আমি বৃষ্টি ,আমি সৃষ্টি
আমি মেঘ ,
আমি দুরন্ত বাতাস।
দুই চোখে স্বপ্নের উড়ন্ত ঢেউ
তোলপাড় করে উচ্ছ্বাস ।
নব সৃষ্টির নেশা জেগেছে
প্রকৃতির রূপের মাঝে,
গুণের কাছে ।
ঐ পাগল করা রূপে
ছন্দ ভুলে দিনটি গুনে,
সৃষ্টির অপেক্ষায় ।
বয়েছি মেঘের তরী,
এনেছি স্বাদের জল।
শিশুর মতো খেলা করে
এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
সুখ দুঃখের প্রতিটি গৃহে
সৃষ্টির তরে বৃষ্টির অপেক্ষায় ।

20230129_224705.jpg

সাহেব মান্না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *