কবিতা
আমার চোখে বসন্ত যেমনটি
-সাহেব মান্না
আজ এই বসন্তে
ভীষণ খুশি তোমার ভালো থাকাতে।
এই বসন্ত যাক বয়ে
হাজার -হাজার বছর ধরে,
তোমার কাছে আমার কাছে ।
কত বসন্ত এসেছে প্রেম হয়ে,
ভালোবাসা হয়ে,
তবু আজ এই বসন্ত
ভীষণ প্রিয় লাগে ।
দেখো কত পাখি সুর খুঁজেছে
গানের তরে !
কত কবি কত ছন্দে বেঁধেছে কবিতা !
কত পলাশ!কত কৃষ্ণচূড়া! ফুল ফুটায় বসন্তের শ্রদ্ধায় ।
না জানি কত প্রেমিক-প্রেমিকা প্রেম খুঁজেছে,
এই বসন্তে ।
কেউ প্রেম পেয়ে উন্মাদ!
আর কেউ না পেয়ে নিরাশ ।
বিচিত্র এই বিশ্বে একমাত্র
বসন্তই পারে প্রেম জাগাতে,
শুকনো নদীতে জল আনতে,
আর শুকনো বৃক্ষে সবুজ নবপল্লব ধরাতে।
আমি এই বসন্তে উদাসীন
হয়তো কারো তরে ।
হয়তো এই বসন্তই প্রেমিকা রূপে ধরা দিতে পারে।
সাহেব মান্না