কবিতা

কবিতা
বসন্তে প্রেম হারিয়ে
সাহেব মান্না

নীল আকাশের মাঝে
বসন্তের সাথে,
তোমার আমার প্রেম
অক্ষয় হয়ে থাক।
রক্তাক্ত বসন্তে
কান্না দেখে,
ওই অনতি দূরে..
আজ অস্থির শুধু অস্থির ।
এই বসন্তে প্রেম হারিয়ে ,
বসন্তে তারে খুঁজি।

IMG-20230128-WA0012-2.jpg

সাহেব মান্না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *