কবিতা

কবিতা
একদিন তোমার ভাবনায়
-সাহেব মান্না

যদি আমি থাকি তোমার কাছে ,
ফাগুনের দিনগুলি যাবে হেলায় কেটে ।

বৈশাখ- জ্যৈষ্ঠের প্রখর রোদে ,
ঘুরে বেড়াবো উদাসীন দুইজনে।

যদি আমি থাকি দুঃখ কষ্টের দিনে
যত দুঃখ ! যত কষ্ট ! সহে নিবো সব মুখ বুজে।

যদি আমি থাকি আনন্দঘন দিনে,
খুশিতে মেতে যাব বিভোর হয়ে প্রকৃতির সাথে ।

যদি তুমি থাকো গোলাপের বাগানে ব্যস্ত ভিড়ে ;
আমি দেখবো তোমায় হৃদয় ভোরে দুই চক্ষু দিয়ে ।

যদি তুমি লিখতে পারো ,আমি তা পড়তে পারি ;
তবে তুমি লেখো আমার তরে প্রকৃতির কথা।

যদি তুমি বলতে পারো প্রকৃতির কথা ,আমি তা শুনতে পাই ;
তবে তুমি বলো আমায় প্রকৃতির গোপন রহস্যের ব্যথা।

যদি তুমি অবুঝ হও, আমি তা বুঝতে পারি ;
আমি তোমায় বোঝাবো প্রকৃতির উপমায় ।

যদি তুমি গান গাইতে পারো, আমায় শোনাও ;
আমি থাকবো পাশে বসে, প্রকৃতির গানের নেশায় ।

যদি তুমি নদী হও, তোমার স্রোতের তরে ;
থাকবো পাড়ে বসে, প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে ।

20230129_224705.jpg

সাহেব মান্না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *