কবিতা – অভিলষিত পথ
কলমে – ভাস্কর মাঝি
মনের ঘরেতে ঘিরে থাকা মানুষের মাঝে আমি অতি নগন্য।
বাটখারা চেপে ধরেছে দাঁড়ির অপর পাল্লাকে, সম ওজোন পণ্য বিনিয়োগে ব্যর্থতা প্রকাশ পায় কর্মের ফলাফলে।
তিরস্কারের ঝাঁপি থেকে শব্দেরা জানিয়ে যায় যোগ্যতার পরিধি।
হাসির খোরাক গিলে খাচ্ছে কল্পনার আকাশকে।
শুঁঁয়োপোকার হুলে ক্ষত-বিক্ষত আগামীর পূর্ণতা।
রামধনুর আকাশে কালো কালো পুঞ্জিভুত মেঘ জমাট বেঁধেছে ঈশান কোনে।
বাতাসে হৃদয় পোড়া গন্ধ ঢেকে দিয়েছে বায়ুর স্তরকে।
উড়োজাহাজে টক্কর খাওয়া পক্ষী আহুতি দিতে চায় প্রাণ।
অথচ তুমি বিভোর দাবার বোর্ডে শহীদের শরীরে ছুরি চালাতে।
Bhaskar mazi