ছাত্রছাত্রী
-কাব্যরসিক এমএ বাবুল হোসাইন
ছাত্রছাত্রী আমরা তাইতো
লেখা-পড়া করবো,
লেখা-পড়া করে মোরা
জীবনটাকে গড়বো।
পড়ার সময় পড়বো মোরা
খেলার সময় খেলবো,
সর্ব সময় গুরুজনের
কথা মতো চলবো।
মা-বাবাকে কষ্ট দিলে
কষ্ট পাবে প্রভু,
মা-বাবাকে তাইতো মোরা
কষ্ট না দেই কভু।
মায়ের কথায় চলবো মোরা
সত্য কথা বলবো,
অন্ধটাকে মুছে মোরা
আলোটাকে জ্বালবো।
অজানাকে জানতে হবে
অদেখাকে দেখা,
তবেই যেন স্বার্থক হবে
মোদের পড়া-লেখা।
ছাত্রছাত্রী আমরা তাইতো
অন্যায় নাহি করবো,
অন্যায় হতে দেখলে মোরা
আগুন হয়ে জ্বলবো।
এমএ বাবুল হোসাইন