কবিতা
প্রকৃতির শুভ রাত্রি
-সাহেব মান্না
উষ্ণ সূর্য সবসময় আসে
আর একবার চলে যায় ।
আমরা প্রতিদিন খুঁজে পাই
আমরা এর শক্তি উপলব্ধি করি।
মিষ্টি শব্দ শুভ রাত্রি
আসলে পৃথিবীর বিশ্রামের সময়।
তুমি খুব ভাগ্যবান
কারণ পৃথিবী সবাইকে আমন্ত্রণ
জানায়।
যেখানে শুধু মেঘ আর বাতাস স্থির
সবার মাঝে জীবন্ত প্রাণী।
নদীতে তার ভাসমান জল
শুভ রাত্রি বলে।
সাহেব মান্না