কবিতা

——-তুমি নামক গল্পটি—–

–✍️:-জামশেদ হোসেন
কোনো এক সন্ধ্যে দুজন মিলিত হব একত্রিত
হয়তো সাথী হয়ে,নাহয় গল্পের বিচ্ছেদে;
কথা হবে কোনো স্বপ্নের,
নয়তোবা হৃদয় ভাঙ্গা নিঃস্তব্ধ কান্নাতে।

যদি মিলিত হই….-❤️❣️🥀
স্বপ্নগুলো ভাসবে আর হাসবে;তারা
এখন জ্বলন্ত প্রমান,পূরনের সাক্ষী হবে;
দুটি মন একত্রিত হবে,আর হাতে হাত থাকবে
আর স্বপ্নের কানাগুলি গুনে শেষ হবেনা।

হয়তো এমনি ভাষা তারা বলবে:-
ভালবেসে করিনাইকো ভূল
শুদরাবো আর কি করে।

যদি হিতে অপূরণ হয়-💔
তাহলে আবার মিথ্যা হবে ভালবাসা
আবার ডানা মেলাবে নতুন স্বপ্ন;যা
অজানাই হয়তো থাকবে তাদের দুজনার।

কেউ হয়তো দেবদাস হবে নাহয়; নিজেই
নিজের গল্পের অভিনয়-কর্মী হবে।
শুধু স্বপ্নগুলো ভেসে বেড়াবে আর
এই জনহুল্লোড়ে প্রতিধ্বনি হবে।
চিৎকার করে কেউ বলতে পারবেনা:-
প্রিয় আমি তোমাকে ভালবাসি,😭
প্রচণ্ড রকমের ভালবাসি🙏

  • অধ্যায়টি ঠিকই শেষ হবে,
    শুধু ভিন্ন ভিন্ন গুচ্ছ নিয়ে;
    হয়তো ডানা-মেলা পাখির মত কোলাহলে;❤️
    নয়তোবা অশ্রু-সিক্ত ভেজা চোখে।💔

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *