কবিতা

শিরোনাম – বেকার জীবন
কলমে – ভাস্কর মাঝি

বেকারত্বের বোঝা নিয়ে ঘুরছি
মূর্খ প্রধানের সরকারে,
সুযোগ বুঝে রাঙিয়ে দিয়েছে
টানছে কাছে দরকারে ।

ডিগ্রির ভারে ঝুঁকেছে মাথা
শ্রমিক দেখে হাসে,
পরিজনেরা সব গেছে ভুলে
পরিবার নেই পাশে ।

ফাঁকা রাস্তা ধিক্কার জানায়
বইবেনা বেকারের বোঝা,
কোন রকমে রয়েছি টিকে
জীবনটা নয় সোজা ।

সমাজ আজ ফিরিয়েছে মুখ
দিয়েছে লাগিয়ে ট্যাগ,
মূল্যবোধ হারিয়ে সস্তার পথে
ভরেছি নাকি ব্যাগ ।

অধিকারের সঠিক মূল্যায়ন হোক
অনুরোধ রইল আজ,
ভণ্ডামি আর দালাল চক্র
করেনা যেন রাজ ।

সময় মোদের আসছে ফুরিয়ে
বেকারের হাতে বাটি,
যোগ্যতার দলিল জ্বলবে চিতায়
নেব একদিন ছুটি ।

Bhaskar mazi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *