কবিতা

কবিতা
ফুলের কাছে একটি দিন
সাহেব মান্না

যদি যাও ফুলের কাছে
মিষ্টি মধুর গন্ধ পাবে।

যদি যাও পাখির কাছে
কাকলি পাবে।

পাখির তরে ,মেঘের কাছে,
ফুলের মোহে পড়ে ।

কাটবে দিন কাটবে রাত
সময় ভুলে গিয়ে ।

চলো আজ ফুলের দেশে যাই
যেখানে দুঃখ কষ্ট কিছুই নাই।

ফুলের রূপে পাগল হবো
বন্য হয়ে কাছেই রবো।

কুড়িয়ে নেবো হৃদয়ভরে মহাসুখ
ছন্দ ভুলে গিয়ে ।

নাইবা আমি হলাম ফুল
ফুলের সাথে সঙ্গী হতে করিনি ভুল।

চলো আজ একটি ফুলের বন্ধু হতে
মন চেয়েছে হারিয়ে যেতে।

IMG-20230119-WA0001.jpg

সাহেব মান্না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *