হাজার কথা ঘুমিয়ে আছে
চিঠির ভাঁজে বুক পকেটে,
শুকিয়ে গেছে বকুল মালা
বহেনা তাই ঝর্ণা ধারা
চোখ যুগলে !
সন্ধ্যাকাশে ধ্রুব তারা
মিটমিটিয়ে ঠিকই জ্বলে,
চাঁদ মামাও হাসতে হাসতে
বসুন্ধরায় আলো ফেলে,
কিন্তু ; আগের মতো আবেগ যে
আর ভাসেনা
আমার এই মন মাজারে !
ভ্রুমরাও গুণগুণিয়ে
ফুলের বুকের মধু খায়,
শূণ্য লতাও আসন গাড়ে
অবুঝ কোন গাছের গায়!
কিন্তু; আমার স্বপ্ন মশাই
আতঙ্কে আজ মুখ লুকায়!
মন খারাপে আকাশ আজও
তাহার বুকে মেঘ জমায়,
শ্রাবণ এলে বৃষ্টি কান্নায়
তাহার কষ্টের রেশ কমায়।
আমি শুধু দেখি হাসি
তাহার মতো নই পাগল!
যাহার তরে আবেগ ছিল
ছিল মনে হাজার ভয়,
তাহার তরেই আবেগ বেঁচে
করেছি আজ বিবেক ক্রয় !
অনেক দেখেছি অনেক বুঝেছি
হয়েছে অভিজ্ঞতা,
সব কিছুর উল্টো চলে
কঠিন বাস্তবতা!
এম.জাকারিয়া আহমেদ