ও চিল!!
তোমার চোখের স্বপ্নগুলো রঙিন
নির্মল আনন্দ বয়ে উড় আকাশে
সবুজ নীল হলুদ সভ্যতা ঘুরো
ঘুড়ি হয়ে…!
বাতাসের বাঁশিতে জেগে ওঠো.
ভোরের শুভ্র সমগ্র শরীরে মেখে।
#
ও চিল!!
তোমার কাঁদনে সবাই কাদে
আমার কাঁদনে পৃথিবীর মাটি ভিজে
অশ্রুর লোনা জলে ভিজে যায় বুক
মুছে যায় জীবনের হাজার সুখ
বেদনায় বেদনায় মৃত্যু দানা বাঁধে!!
তোমার চোখের স্বপ্নগুলো রঙিন
জীবনের সাত রঙে রাঙিয়ে তুলেছ সব!
কিন্তু শকুন ও শেয়ালের কাছে
আমার ও তোমার বন্ধুত্ব দ্ব্যর্থহীন কণ্ঠে
সব নিশানার শেষ দেখা মাত্র।