–
[post-views]—
মনের ঘরে দেখেছ ফিরে
কত ইঁদুর বেড়ায় চরে
দিন রাত খুটখাট করে
কত কি নষ্ট করে।
তীক্ষ্ম দাঁতে কেটে কেটে
কত না তোলে মাটি,
জীবন আমার গেছে ঘেঁটে
হাতে আমার বাটি।
এ বাড়ি যে মেটে
আমি মালিক ছিলাম তার
দেঁতো ইঁদুর কেটে
দাঁতে বুঝি মুক্তি দেবে এবার।
ভরসা বড় নাই
দাঁতে কাটে ইঁদুর তাই।
কাটাকাটির খেলায়
বল আজ কোথায় যাই।
লোকে বলে মনের হিংসা
খারাপ বড় ,দাবানলের চেয়ে
চোখের দেখায় ছড়ায় হিংসা
হিংসার মেঘ আসে ঘনিয়ে।
অস্তিনে ওর লুকনো ছোড়া,
করার কিছু নাই,
মন যে বড় যোদ্ধার ঘোড়া
সব কিছু ওর চাই ।
সব যানের চেয়ে জঙ্গি ও যে
জঙ্গি বিমান মানে হার,
সেই মনে আজ,চলছে ইঁদুর
নাই যে বিকার তার।
বেকার মনে প্রলোভনে
বেড়ায় ইঁদুর ঘুরে,
পৃথিবীর বুকে আলপনা আঁকে
রক্তের অক্ষরে ।
শান্ত হতে চায় না সহজে
যদিও অতিমারি,
গুরুর শাসনে মন বারণে
এসো শান্ত করি।।
–
–