এলোমেলো – সুতপা ব‍্যানার্জী(রায়)

সমুদ্রের উতলা ঢেউয়ের মিলিয়ে যাওয়া ফেনা,

রেখে যায় কিসের অস্তিত্ব, পুরোনোকে ফিরে পাওয়া,

না নতুনের সংকেত, আছড়ে পড়া সময়ের অপেক্ষা,

জোয়ারের উদ্দামতায়,নৌকোর পালে কিসের প্রতিধ্বনি 

ঝড়ের পূর্বাভাস? না নেহাতই সাদামাটা ভোরের প্রতীক্ষা,

রক্তিম আকাশে ধরা দেয়, লুকিয়ে থাকা কাব‍্য কথারা,

অনাদিকালের কলকল মিশে যায় নোনা জলের আস্বাদে,

নুলিয়াদের অস্থায়ী ছাউনি আর জেলেদের অনিশ্চিত

জীবনের ভাবনার মতো নিরলস অস্তিত্বের সংকট,

জানান দেয় নিক্তিতে মাপা জীবনের মাপ দড়িটা

ঠিক কোথায়, পা মিলিয়ে চলতে না পারলেই নীচেতে

অতলান্ত খাদের হাতছানি, শোকের উথালপাতাল,

ভাবনারা ঢেউয়ের পিঠে যায় আর ফিরে আসে,

তপ্ত বালুরাশি জানে না সমুদ্রের  অনুশোচনার স্বর,

কান পাতলে শোনা যেতো গর্জনের বেশীর ভাগটাই,

দেওয়ালের ধাক্কায় ফিরে ফিরে আসা ফাঁকা ধ্বনিরূপ,

কুড়োনো ঝিনুকের বুকে সাজানো সুখের মুক্তোরা

হারিয়ে যায়, পদদলিত সিলিকায় লুকিয়ে থাকে

শুধু বাঁচার আকুতি, কাব‍্যহীন মৃত্যুর প্রতীক্ষায়,

অক্টোপাসের না চাওয়া বন্ধনে খেলা করে

পরাধীনতার অসুখ, ডানা মেলতে না পেরে

যায় নিষিদ্ধের খোঁজে, অবধারিত মৃত্যু জেনেও;

চকিত অন‍্যমনস্কতায় ঢেউয়ের অজানা ধাক্কায়,

ভেঙে যেতে পারে বালির প্রাসাদ, বাধাহীন প্রলাপে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *