এদিক ওদিক – অভিষেক সাহা

  ” মা , আপনি এটা কী করলেন! এই ভর সন্ধ্যা বেলায় আমার মাথায় একবালতি জল ঢাললেন কেনও ?” গুড়িয়া আশ্চর্য হয়ে শাশুড়ি মা -কে বলল।

” ঢালব না কেনও বৌমা! তুমি সেই দুপুর থেকে ছোটখাটো ব্যাপারে চেঁচামেচি করছ ।আর এখন তো আমার একমাত্র নাতি সোনুবাবাকে বকাবকি করছ । কতটুকু বয়স ওর, সবে পাঁচ বছর , ভুল করলে বুঝিয়ে বল, তা না শুধু চিলচিৎকার ! তাই জল ঢেলে তোমার মাথা ঠাণ্ডা করলাম।” শাশুড়ি মা বললেন।

” মা , আমার এই মাথা গরমের জন্য আপনার বাবুসোনা দায়ী।” গুড়িয়া তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে অভিমান মেশানো গলায় বলল।

” আমার ছেলে আবার কী করল?ও তো অফিসে ?” শাশুড়ি মা অবাক হলেন।

” একবার ছাদে উঠে পাশের বাড়িটা দেখুন মা। এই লকডাউন-আনলক এর বাজারে ওরা নতুন চারচাকা কিনল। বউটা দু’মাস আগেই স্কুটি নিয়েছে। একটা নতুন এসিও নিয়েছে। এসব কথা আপনার ছেলেকে বললে সে তখন বদ্ধ কালা। কবে একটা বাইক নিতে বলেছিলাম, আজ অবধি শোরুমের  ঠিকানাই খুঁজে পেল না !” বিরক্ত হয়ে বলল গুড়িয়া।ওর দু’চোখ দিয়ে গাল ভিজিয়ে জল নেমে আসতে থাকল।

” চোখ মোছ বৌমা। জানই তো বাবুর অফিসে এখন টেনশন চলছে।একটু সুবিধা হলে ঠিক কিনবে। তা বৌমা তুমি কী শুধু ছাদেই যাও নাকি মাঝেমাঝে নিচেও নামো?” শাশুড়ি মা জানতে চাইলেন।

” কেনও মা একথা বলছেন? নিচে নামি তো !” গুড়িয়া চোখ মুছে বলল‌।

শাশুড়ি মা ওর মাথায় হাত রেখে বললেন ”  তা নিচে নেমে মাঝেমাঝে একটু হেঁটে এস বৌমা। মনে হলে আশপাশ দিয়ে ঘুরেও আসতে পার। রাস্তার এদিক ওদিক তাকিয়ে দেখলে বুঝতে পারবে ,  যে জীবন তুমি এখন কাটাচ্ছ তা অনেকের কাছেই স্বপ্ন !”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *