তোমাতেই খুঁজি সব সুখ
তোমাকেই পেতে তাই এত উন্মুখ।
বুঁদ হয়ে থাকা শুধু তোমাতেই
অথচ কাছে পেতেই যত খুঁত ধরা
মনে হয় জীবন যেন কত বিরক্তি ভরা!
এত দিনের চাওয়া নিমেষেই শেষ?
শরীর ভোগেই কি কারকতা নিঃশেষ?
কোনোমতেই এটা ভালোবাসা নয়
ভালোলাগা বৈ আর কিছু না।
অবিকল যদি না নেওয়া যায়-
বাছাবাছি করে কামি কেনা হয়।
গয়নার সৌন্দর্য অমিল যেখানে।।
তোমার ঐ কানের দুল,
খুলে রাখা এলো চুল
আজও দোলা দেয় মনে।
তোমার ঐ অসময়ে কেন মন
সুখ খোঁজ অন্য কোনখানে?