এখানে সংকট

এখানে সংটক

এখানে সুলভ মূল্যে কিছু পাওয়া দুষ্কর,
এখানে রুচির ক্বীমত নেই বল্লেই চলে-
এখানে পুত্র কন্যা জায়া সবার অবহেলা।
এখানে ইচ্ছার বিরুদ্বে অন্যর হস্তক্ষেপ,
এখানে স্বাধীনতা নেই, পর শাসনই মুখ্য।
এখানে অক্ষমতার অভিশম্পাত বেশুমার,
এখানে অপযশ বীভৎস কেলির সায়র।
এখানে সব সাধ-আহ্লাদে স্তিমিত ভাস্বর,
এখানে সাধুবাদ ঢের উপহাসের উৎকোচ
এখানে পরের কাঁধের ভোজা অকথ্য বকা।
এখানে বিলাস,নয় ঈষৎ শান্তনারই আশা,
এখানে সবরের পরিণতি মৃত্যু উপহার-
এখানে অসহায় জীবন যাপন ক্ষীন প্রত্যাশা।
এখানে ভীত, বাঁচা মরা দোটানা সংকট।
এখানে শিশু সদৃশ বৃদ্ধার অশুভ আচরন,
এখানে থমকে যাওয়া জীবন, শীতল রক্ত-কায়া।
এখানে রোগে সোগে অতিষ্ট জরায় আবদ্ধ,
এখানে ছেলে মানুষী উদাসীন মলিন চেহারা,
এখানে এক দিকে অনেক ক্ষন তাকিয়ে থাকা।
এখানে কর্মহীন, অনর্থক শুধু পায়চারী,
এখানে দিন রাত এক উপেক্ষার পালাক্রম।
এখানে ভুল ভাল অভূতপূর্ব হীন কর্ম কান্ড।

তারিখ – ২৮/০২/২১

ওয়াহিদুজ্জান (সুমন)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *