এখন তুমিময় …

এখন তুমিময়…
––
সুমিত মোদক

আমি শ্রীকৃষ্ণ হতে পারি ,
তুমি যদি শ্রীরাধিকা হও ;
আমি শ্রীরাধিকা হতে পারি ,
তুমি যদি শ্রীকৃষ্ণ হও …

এখন এই বৃন্দাবন জুড়ে কেবল তুমি আর আমি ;
এখন এই বসন্ত উৎসবে কেবল তুমি আর আমি ;

হঠাৎ করে কেনো জানি না শ্মশানভূমি নীরব হয়ে গেলো !
ডানা মেলে উড়ে এলো নীলকণ্ঠ পাখি ,
সাদা সাদা বক ;
কনেদেখা-আলো ফুটতে এখনও অনেক সময় বাকি ;
এখনও তো গোঠের রাখাল বজায় বাঁশি ;

যে মানুষ গুলো এতদিন মরে পড়ে ছিল শ্মশানের আশেপাশে তারাও আজ জেগে উঠলো , বেঁচে গেলো …
যমুনার জলে তারা সাঁতার কাটে ভর-দুপুরে ;
মেখে নেয় বৃন্দাবনের ধুলো ;

হঠাৎ করে শ্মশানের জ্বলন্ত চিতা গুলো নিভে গেলে ,
উড়ে যায় সাদা সাদা ছাই ;
নাভিকুণ্ড থেকে উঠে আসছে ধ্বনি :
রাধে রাধে , রাধে রাধে …

আমি এখন রঙ মাখছি , বসন্ত রঙ …
তুমিও …

এক এক করে সকলে বেরিয়ে আসে গভীর অন্ধকার থেকে ;
অব্যাক্ত যন্ত্রনা থেকে …
সভ্যতার জটিল অংক থেকে , সমাজের বিভৎস রূপ থেকে ;
চারিদিকে এখন রাঙা পলাশ , শিমুল , কৃষ্ণচূড়া ;
চারিদিকে এখন তুমিময় …

এসো , আজ দুজনে রঙের উৎসবে মাতি ;
বসন্তের রঙে …

সুমিত মোদক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *