এক
এখানে ফেলে গেলাম আমর রক্ত ঘাম
এখানে রেখে গেলাম আমার অসমাপ্ত গল্প
রেখে গেলাম আমার ফেরত আসা কবিতা
রেখে গেলাম আমর অদ্ধ উপন্যাস
এখানে ফেলে গেলাম আমর রক্ত মাংস হাড়
আলমারিতে রয়ে গেল হলুদ প্রেমের চিঠি
বাতাসে থাকলো ব্যর্থ প্রেমের কান্না
তুমি খুঁজে দেখো, অন্য কিছু পাও কি না।
দুই
গতরাতে উগরে দিয়েছি সব বিষ
আজ তোমায় দেবো অমৃত অমৃত
গতকাল গভীর রাতে ধুয়ে ফেলেছি সব পাপ
আজ তোমাকে দেবো পূন্যি আর পূন্যি
দুদিন আগে হাত থেকে মুছে ফেলেছি হিংসার
রক্ত।
আজ তোমাকে দেবো বুদ্ধের চোখ
এই সেদিন আগুনে পুড়িয়েছি সব যন্ত্রণা
আজ তোমায় দেবো শুধু ভালোবাসা।
তিন
খুব বেশি ঝুঁকিও না মাথা
ধনুকের মতো হয়ো না বাঁকা
পৃথিবী ভাববে, তোমার নেই মেরুদন্ড।
চার
ভেবেছি সব নেবো
নি:শেষ করে নেবো
নেবো তোমার অশ্রু
কনক চাপা হাসি
দাম্পত্যের ছবি
মাটির কানের দুল নাকছাবি হার
বারান্দার শিউলি গাছ
সব টাটকা ফুল
নেবো এক মুঠো মাটি
এক টুকরো নীল আকাশ
হায়!
এক মুঠো হৃদয়
এতো সব নেবো কোথায়?
পাঁচ
যতো দূরে যেতে হয় যাবো
একা একাই যাবো
সংগে যাবে নিজের ছায়া
যতো বিষ পান করতে হয়, করবো
কোন অংশিদার না থাকলে, না থাকলো
যদি সংগ নেয় কোন অন্ধ ভিখিরি
তাকে দেবো স্পুপ শষ্যা, দেবো অমৃতবারি
যতো উপরে উঠতে হয় উঠবো
সংগ যদি নেয় কোন শিশু
তাকে দেবো সহজপাঠ আর্দশলিপি বর্ন পরিচয়
যতো দূর হাঁটতে হয়, হাঁটবো
সংগে নেবো গ্রহ তারা নক্ষত্র
যদি রক্ত পাতে থমকে যায় চরন
কোন অন্ধ বাউল শোনায় মানুষ রতন
শুয়ে পড়বো রুপশালি ধানের শষ্যায়
বুকে নেমে আসবে নবীন আকাশ
যদি এখনই যেতে হয় শ্মশান, যাবো
তার আগে করবো তোমার সংগে দেখা
দিয়ে যাবো রক্ত বর্ন হলুদ চিঠি
গলা জড়িয়ে ধরে আমার বুড়ি মাকে
দেবো অজস্র চুম্বন আর স্বর্ন অশ্রু।
ছয়
আজ যদি যেতে চাও তুমি চন্দনের বনে
আমার কিছু স্বর্ন স্মৃতি রেখো তোমার মনে।