এক পশলা বৃষ্টি হলো আমার হৃদয় জুড়ে
ভিজিয়ে দিলো যত সব স্মৃতির বাতায়ন
তোমার সাথে প্রথম দেখা হওয়ার দিন
তোমার সাথে প্রথম কথা বলার মুহূর্ত
তোমার চোখে চোখ রাখার স্মৃতি
একে একে সব জাগিয়ে দিলো
#
তোমার চোখে ভালোবাসা খুঁজেছিলাম
পেয়েছিলাম একটি নদী
যে নদীতে আমি ভেসে গিয়েছিলাম
ভাসতে ভাসতে পৌঁছে গিয়েছিলাম
ভালোবাসার অতল সাগরে
আমি ডুবেছিলাম তোমার ভালোবাসায়
#
তোমার হাত ধরে হারাতে চেয়েছিলাম
মায়াবী এক জগতে
যেখানে কেবল তুমি আর আমি
আর আমাদের প্রেম
গড়তে চেয়েছিলাম একটা নগর
যেখানে সুখ পাখিরা উড়ে বেড়াবে
#
আজ তুমি অনেক দূরে
হারিয়ে গেছো নীল দরিয়ার মাঝে
মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
আর আমাকে ভিজিয়ে দাও
স্মৃতির বালুচরে একটু সিক্ততা দিয়ে
চুপি চুপি আমাকে ভালোবেসে যাও