মাথায় খাবারের জামবাটি গামছাবাঁধা
পরনে গামছাডুরের শাড়ি পরা মিনা
সুফল শেখের মধ্যে সেঁধিয়ে গেল অক্লেশে
এখনও জন্ম নিক শত শত সুফল
ওরা পাহাড় ভেঙে পথ গড়ে
গড়গড়িয়ে গোরু নিয়ে লাঙলের বোঁটা ধরে
সুফলের শক্ত হাতের ফুলে ওঠা শিরায়
সবুজ ধানের গোছা নাচে বাতাসের দোলায়
মিনার মত মেয়েরা এদের খুঁঁজে পায় মাটির ধুলোয়
বাড়িতে ছেলেটা পড়ে কৃষকের গল্প
এক গরীব না খেতে পাওয়া শ্রমিকের গল্প
কী ভীষণ একা লাগে নিজেকে
বন্দিদশার বিপ্লবের লালে ভরে যায় হৃদয়
ছেলেটার মধ্যে সুফল জেগে ওঠে
ওর কলমে ফুটিয়ে তোলে কোদালের ছবি
আলের পাশ তুলতে তুলতে ঘেমে নেয়ে যাওয়া ফসলের ছবি
ঘরে ঘরে সুফল জেগে ওঠে
ভেতরে ভেতরে খেলে মিনার হাতে বীজের গোছা
এবার ওরা ভিজিয়ে দেয় মেঠো মাটির আলপথ
বর্ষার ডাকে ডেকে ওঠে ময়ূর
এক প্রসন্ন সকালের অপেক্ষায় সুফল ঘুমোয় শত তরুণের অন্তরে।