একুশে ডিসেম্বর – সরকার সোনা

একুশে ডিসেম্বর শীত কালে মানেই জমিয়ে পিকনিক । নিলজ এর ভীষণ আনন্দ বাড়ির সকলের সঙ্গে সে মেতে উঠেছে এখানে ওখানে দোকান ও বসেছে গ্যালিলিও কাকুর দোকান থেকে কতগুলো রংবেরঙের ‘বেলুন ‘কিনেদিয়েছে নিলাজ এর বাবা এত গুলো বেলুন সে একসাথে কখনো দেখেনি বাড়িতে এসে বাবা সবগুলো বেলুন কে ফুলিয়ে আপেল বানিয়ে দেয় ছোট নিলাজ এর সঙ্গে খেলতে থাকে প্রথাগত বিদ্যালয়ের পাঠ তখনো শুরু হয়নি ওই মুখে মুখে দু একটা ছড়া টড়া শিখছে এই ছোট্ট শিশুটির কাছে ঐ বেলুন গুলো যেন অনেক কিছু রাত্রিতে মাথার কাছে নিয়েই ঠাম্মার কাছে ঘুমোতে যায় বায়না করে নানা গল্প বলার ঠাম্মা লালপড়ি নীলপড়ির গল্প শোনায় একসময় সে স্বপ্ন দেখে তার রং বেরঙের বেলুন গুলো এক একটা জঙ্গলের পশুর রুপ নিয়েছে কোনটা ডাইনোসর, সাপ,গিরগিটি কিন্তু ঐ গেরুয়া বেলুন টি জিরাফ হয়েছে এই বেলুন টি শিশুটির বেশি পছন্দ হয়।কারন নিলাজ এর বাবা সব সময় বলে খোঁড়া ছেলেরা গাছে উঠে ফল পেড়ে খেতে পারে না বলে গাছে লাঠি দিয়ে ঝাটলিয়ে ফল পেড়ে খায় এতে ডাল ভাঙে অন্য কাঁচা ফুল ফল গুলো শুধু শুধু নষ্ট হয় ।কথা টা যেন গেঁথে গেছিল মনে ।এই জিরাফ পায়ের নীচে শক্ত মাটি তে দাড়িয়ে ও মাথা উচু করে ‘পর্নো ‘গুলো আহরণ করছে এই প্রানী টিই ছোট নিলাজ এর অবাক বিস্ময়।এমন সময় কাদের যেন কান্নায় আর্তনাদে ছোট শিশুর ঘুম ভেঙ্গে যায় সে দেখে তাদের বাড়ির সামনে খোলা মাঠ টি জন বসতি তে রাতারাতি ভরে উঠেছে, কারা যেন তাদের সব কিছু বাড়ি জমি এমন কি শেষ সম্বল ওষুধ গুলো ও পদদলিত করে কেড়ে নিয়ে ছে অসহায় লোক গুলোর কান্নায় সদ্য জেগে ওঠা সকালও আঁধারে ভরে ওঠে ।একুশে ডিসেম্বর ।একুশে ডিসেম্বর শীত কালে মানেই জমিয়ে পিকনিক । নিলজ এর ভীষণ আনন্দ বাড়ির সকলের সঙ্গে সে মেতে উঠেছে এখানে ওখানে দোকান ও বসেছে গ্যালিলিও কাকুর দোকান থেকে কতগুলো রংবেরঙের ‘বেলুন ‘কিনেদিয়েছে নিলাজ এর বাবা এত গুলো বেলুন সে একসাথে কখনো দেখেনি বাড়িতে এসে বাবা সবগুলো বেলুন কে ফুলিয়ে আপেল বানিয়ে দেয় ছোট নিলাজ এর সঙ্গে খেলতে থাকে প্রথাগত বিদ্যালয়ের পাঠ তখনো শুরু হয়নি ওই মুখে মুখে দু একটা ছড়া টড়া শিখছে এই ছোট্ট শিশুটির কাছে ঐ বেলুন গুলো যেন অনেক কিছু রাত্রিতে মাথার কাছে নিয়েই ঠাম্মার কাছে ঘুমোতে যায় বায়না করে নানা গল্প বলার ঠাম্মা লালপড়ি নীলপড়ির গল্প শোনায় একসময় সে স্বপ্ন দেখে তার রং বেরঙের বেলুন গুলো এক একটা জঙ্গলের পশুর রুপ নিয়েছে কোনটা ডাইনোসর, সাপ,গিরগিটি কিন্তু ঐ গেরুয়া বেলুন টি জিরাফ হয়েছে এই বেলুন টি শিশুটির বেশি পছন্দ হয়।কারন নিলাজ এর বাবা সব সময় বলে খোঁড়া ছেলেরা গাছে উঠে ফল পেড়ে খেতে পারে না বলে গাছে লাঠি দিয়ে ঝাটলিয়ে ফল পেড়ে খায় এতে ডাল ভাঙে অন্য কাঁচা ফুল ফল গুলো শুধু শুধু নষ্ট হয় ।কথা টা যেন গেঁথে গেছিল মনে ।এই জিরাফ পায়ের নীচে শক্ত মাটি তে দাড়িয়ে ও মাথা উচু করে ‘পর্নো ‘গুলো আহরণ করছে এই প্রানী টিই ছোট নিলাজ এর অবাক বিস্ময়।এমন সময় কাদের যেন কান্নায় আর্তনাদে ছোট শিশুর ঘুম ভেঙ্গে যায় সে দেখে তাদের বাড়ির সামনে খোলা মাঠ টি জন বসতি তে রাতারাতি ভরে উঠেছে, কারা যেন তাদের সব কিছু বাড়ি জমি এমন কি শেষ সম্বল ওষুধ গুলো ও পদদলিত করে কেড়ে নিয়ে ছে অসহায় লোক গুলোর কান্নায় সদ্য জেগে ওঠা সকালও আঁধারে ভরে ওঠে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *