রাস্তাটা কোথায় শেষ হয়েছে দেখা যায়না
দেখা যায়না ব্যস্ত বাসগুলো হর্ন দিতে দিতে
মিলিয়ে যাচ্ছে কোন অদৃশ্যের ঠিকানায়
রাস্তাটার ধারে বিশেষ গাছ নেই,পাখিও নেই
ব্যারিকেডের ওপারে ফুটপাথে বসে আছে
কিছু নরনারী সারাটা দিন-
গ্রীষ্মের ভর দুপুরে জনশূন্য হয়না সেখানে,
প্রখর ক্ষরা তেও টাইমকলে রোজ জল আসে
পাড়ার প্রতিটা বাড়ির অভাব মিটে যায়,
তবুও তাদের অভাব যেন মেটেনা।
চোখ মেলে দেখি ছুটে চলেছি রাস্তা দিয়ে
কার যেন হাতছানিতে একলা সম্মোহিতের মত;
হুস হুস করে গাড়ী ধাক্কা দিয়ে চলে যাচ্ছে
আমি ছুটে চলেছি সামনের মোড়ের অপেক্ষায়!
ফুটপাথ দিয়ে সচরাচর চলিনা আমি
চলবার জায়গা নেই তো! জবরদখল ;
কালের পরিহাসে দিশাহীন যাত্রী আমি নিরুপায়।