এই অলস বিকেলে
একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে
কানে ভেসে আসে
টুই টুই টুই টুই চড়াই এর ডাক ।
ভেসে আসে বাতাসে
বনফুলের মিষ্টি গন্ধ ।
#
রোদের তেজ ক্রমশ কমে আসে
সবুজ নরম ঘাসে লাফিয়ে বেড়ায়
অজস্র ফড়িং ছানা ।
#
বিকেলের এই পরিবেশে
আমার দেহ মন জুড়িয়ে যায় !
অনুভবী অনন্ত ভালোবাসায় ।
#
ইচ্ছে হয় প্রতিদিনের বিকেল
এভাবেই কেটে যাক ।
#
এখন মনের খোলা দরজায়
কে যেন দাঁড়িয়ে
বারবার বলছে
কি দরকার মানুষের কোলাহলে যাবার !
তার চেয়ে ঢের ভাল
খোলা আকাশের নিচে
মনোরম প্রকৃতির সঙ্গে
মন খুলে মিশে যাওয়া ।