উমা – রত্না দাস

শরতের ঝরঝর ঝরঝর ঝর্ণা

রূপে, রঙে, রসে হোলো যে মধুবর্ণা

মাস্ক আর হেডক্যাপে কিছু বোঝা যায় না! 

হাসেন জননী সাথে নিয়ে ঘরকন্না।

#

হই হই রই রই মাতে ছানাপোনা

টই টই টই টই উৎসবে আনমনা

কচি থেকে বুড়ো, হোক যত গুড়ো

চৌপর দিনভর গন্ডিতে আনাগোনা! 

#

রঙিন শারদীয়া বয়ে আনে আলিম্পনা

সব মুখে ভাসে কত আগমনী কল্পনা

ক্যামন পুজো, ক্যামন পুজো চলে জল্পনা

বাড়িয়ে কমিয়ে তেমন অল্প না!

#

অল্প হাসি অল্প গানে কাটছে মন্দ না

ঝলমলে খুশিরাশি আনন্দ অঙ্গনা

চর্চিত চন্দ্রিত চন্দ্রাতপ মায়া রঙ্গনা

আকাশ জুড়ে হাসি আলো পাপড়ি পর্ণা।

#

এসো মা, বোসো মা আহা উমা যে অনন্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *