আমি চোখ আঁকতে পারি।
ওই চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে পারি।
আমি ঠোঁট আঁকতে পারি।
এক দৌড়ে চাঁদের কোলে ঠোঁট ভেজাতে পারি।
আমি ফুল আঁকতে পারি।
বিলিয়ে দেবো ভেবেছিলাম তোর মনের কাছে।
আমি গাছ আঁকতে পারি।
আসবি নাকি সময় করে ওই গাছটির কাছে।
আমি পাখি আঁকতে পারি।
চল না উড়ে যাই হারিয়ে ওই আগুনরঙা মেঘে।
আমি আনন্দ আঁকতে পারি না।
প্রাগৈতিহাসিক দানবের মতো বাড়ি গুলোর মাঝে
যেখানে প্রেম নেই, কোলাহল নেই, সবুজ নেই
সেখানে নতজানু হয়ে তোর নগ্ন উরুর তপ্ত স্পর্শ
এটাই বোধহয় আনন্দ ।