শরীরের কিছুটা অংশ আজ যেন অবক্ষয়,
তবু দিশাহীন মন যেন তোমার স্পর্শ চায়।
জানি সম্ভব না, তুমিও আসবেনা,
শত বিপত্তি কাটিয়ে আর ভালোবাসবে না।
বুকের ভেতর নিকোটিন আজ বেধেছে বাসা
তবু চাতকের মতো চেয়ে থাকি যদি পাই ভালোবাসা।
সর্বনাশী খেলায় তুমি যেদিন মেতে ছিলে,
সেদিন কে যেন বলেছিল ধর্মের কল বাতাসে নড়ে?
বিশ্বাস করো আমি গুরুত্ব দিইনি সে কথার,
চলেই যদি যাওয়ার ছিল এলে কেন এ মনে
এখন কি আর আমার মতন কেউ তোমার কথা শোনে ?
অনেক আশা নিয়ে আজ আবার তোমায় চাই,
সর্বহারা হলেও আমি তোমায় নাহি পাই।
যে পাখি গেছে উড়ে যেথা সেথা।
আমি তো ভুলেই গেছি তুমি নও সীতা?
যেথায় থাকো ভালো থাকো এটাই শুধু চাই
তোমার ধ্বংসের দিন আমি যেন দেখতে পাই।
আজ যেভাবে জ্বলছি আমি,
জ্বলবে তুমিও
হয়তো সেদিন তুমি বলবে আমায়
আমাদের পুরনো পর্বগুলো শুনিও ???