#ইয়া আল্লাহ

Name:Noushin Akter
School :RDA. Lab.School and College, Bogura.
Class:10
#poem_writing

,,,,,,,,,,,,,,,,,ইয়া আল্লাহ,,,,,,,,,

আমার মনে শুধু গুণগুণ তার,
ইয়া আল্লাহ নাম যার।।।
ভাবনা আমার তাকে নিয়ে সারাটাক্ষণ,
লা ইলাহা তাসবি পড়ে আমার এ মন।
বিপদে,দূর্যোগে,অন্ধকারে কিংবা আলোয়,
মনে রাখি আসবে একদিন মহা প্রলয়।
দুনিয়া কিছুই নয় শুধু একটা খেলা,
পশ্চিমে তাকালেই ঢুবে যায় বেলা।
পৃথিবীটা হলো আখিরাতের বাজার,
ভালো কাজ তাই করতে হবে হাজার হাজার,
সফল জীবন কেউ যদি চায় গড়তে।
আযান দিলেই যেতে হবে তাকে নামায পড়তে,
কাউকে ভালো হতে গেলে হতে হবে সৎ।
সত্য ছাড়া বান্দা তোমরা বেছনা কোন পথ,
সত্যের পথে আছেন আল্লাহ আছেন আমার নবি।
সকলকে তাই হতে হবে সেই পথের কবি,
দুনিয়াটা দুই দিনের সকলকে হবে মরতে।
আমার নবি বলেছেন তাই ভালো কাজ করতে।
নিঃশ্বাসটা ফুরিয়ে গেকে দুনিয়ার খেলা শেষ,
সাদা কাফন হবে তখন একমাত্র বেশ।
আজরাইল এসে নিয়ে যাবে যখন প্রাণপাখি,
চোখ দুটি বন্ধ হবে তখন খুলবে না আর আঁখি।
দুনিয়া তোমায় দিবে বিদায় আসবে না তো ফিরে,
নদীর ঢেউ থেমে যাবে যাতে পারবে না সেই তীরে।
আত্মীয়-স্বজন গোসল করাবে গরম পানি দিয়ে,
যেতে পারবে না তাদেরকে তোমার সাথে নিয়ে।
খাটনিতে তুলে নিয়ে যাবে ঐ অন্ধকার কবরে,
থাকবেনা আর তুমি এই পৃথিবীর খবরে।
ফেলে রেখে আসবে একা ঐ অন্ধকার ঘরে,
হিসাব শুরু তারা ৪০ কদম আসার পরে।
জান্নাত পাবে যদি কর, তুমি ভালো কাজ।
জাহান্নামে যাবে যদি কর, দুনিয়ায় তুমি রাজ।
দুনিয়াটা ২দিনের আবারও বলছি বাবা!
সামর্থ থাকলে তাই ঘুরে এসো কাবা।
আযান দিলে নামায পর এখন তুমি ভাই!
নামায ছাড়া এ জীবনের কোনই দাম নাই।
রাসূলের পথে চলো অন্য পথে নয়,
সবসময় কর বান্দা আল্লাহকে ভয়।
বিসমিল্লাহ বলে কর সব কাজ শুরু,
রাসূলকে করে নাও সকল কাজের গুরু।
আল্লাহর পথে পথিক হও, হও মুসাফির,
হইওনা মুসরিক,হইওনা তুমি কাফির।
খারাপ কাজ হয়ে গেলে হও অনুতপ্ত, চেয়ে নাও ক্ষমা।
গরিবকে যাকাত দাও রেখনা সম্পদ জমা।
যদি তুমি কর ঠিকমতো ইবাদত,
মরণের সময় বলতে পারবে কালেমা শাহাদত।
যাওয়ার সময় যদি চাও জান্নাতী হাসি,
সবসময় বল, আল্লাহ তোমায় ভালোবাসি।
হসতে চাইলে গুনগান কর শুধু তার,
ইয়া আল্লাহ নাম যার।।।

((৫০ লাইন)) 💝💝💝💝💝💝💝💝💝💝💝

Noushin Akter

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *