এক মন চন্দ্রিমা রাত আজ শুধু তোমার অপেক্ষায় কালো রাত মাখবে দুচোখ মেলে ।
ধূসর ভোরের হাতে যখন ফাল্গুনী পূর্ণিমার চাঁদ একটু একটু করে বিলীন হবে,
আমি ফিরে পেতে চাইবো তোমার আমার সেই সাত রঙের বসন্ত।
নীলের অন্তরঙ্গতা, সবুজের ব্যস্ততা, আর মনে পড়বে পলাশ রঙের অভিমান।
রোদের থেকে চুরি করা সেই সোনালী; শুধু আমার ছিলো।
বেনে বৌএর বুক ঘষে হাতের মুঠোয় রেখেদিয়েছি আজও সেই হলুদ।
বন্ধুত্বের হলুদ…
বড্ড প্রিয় তোমার সেই রং।
আমি আজও মাখি গালে ঠোঁটে গলায়,
শুধু নোনতা ঘাম সবই ধুয়ে মুছে আমায় সাদা রাখে।
আমার দেওয়া একরাশ আসমানিকে নিশ্চই ছুঁড়ে ফেলে দিয়েছো!
নাকি যত্নে রেখেছো আজও বুক পকেটে?
সন্ধ্যার পশ্চিম আকাশ জুড়ে এখন আমার শুধুই গেঁরুয়া।
গড়াগড়ি যায় তারা দিগন্তের এপার হতে ওপার।
আমি তবু গোলাপী খুঁজেই সুখী আছি।
তোমার ঐ ধূসর হওয়া মনখারাপের জানলা দিয়ে আজও উঁকি দেবে বসন্ত ।
তখন আমি যাবো, চিনতে পারবে আমায়?
উৎসব নামবে তোমার বুকে, পিঠে;
হাতের রেখায় জমে থাকবে চলতি পথের অনন্দরা ।
সেই পথে আমার আনাগোনা আর নেই জেনেও,
আমি তোমায় ছুঁয়ে নেবো, ফাগুন হাওয়ার তালে তালে।
ফিরিয়ে দেবে আমায়?
বাসন্তিকার চরণ স্পর্শে পাওয়া, এই ইচ্ছেগুলো আমায় উরিয়ে নিয়ে যায় কেবল তোমার কাছে ।
প্রতিদিন, প্রতিটা দিনই আমার বসন্ত উৎসবে উল্লাসে মাতে।
খালি হাতের এই ফাগুন তোমায় দেওয়ার আগে,
কিছু আবীর রাঙানো মন জড়ো করেছি আমি।
হৃদয়ের কপাট গৃহে বন্দী থাকা তোমার আমার সেই পুরনো স্মৃতির দিনগুলোকে,
আজ রাঙিয়ে নেওয়ার পালা এলো।
তাই এলাম ,ভালোবাসার খানিক সূর্যোদয় দেখবো বলে ।
যাবে আরো একবার আমার সাথে?
ভোর হওয়ার আগেই চাঁদ মাথায় নিয়ে অন্য গগনে উঠবে তোমার আমার রঙিন সূর্য।
Arpita manna