ইগো
কলমে : দয়াময় বাগ
হঠাৎ করে তুমি পাল্টে গেলে,
আমিও গেলাম কিছু টা।
অভিমানী তো তুমি ছিলে,
শুনলে না মোর কথা টা।
ভুল টা ছিল আমার বেশি,
দোষ নিতাম যে আমি অকারণে।
তুমি ভাবলে আমি হয়তো দোষী,
দেখি না ইগোটা একটু মেনে।
ইগোর লড়াই বড্ড কঠিন
সম্পর্ক ভাঙে সবাই জানে।
ভালোবাসা কি সত্যিই মলিন,
ইগোর কাছে হার মানে।
::::::::::::::❤️❤️❤️:::::::::::::::
দয়াময় বাগ