মানুষ কাঁদছে দেখ দিন রাত ধরে
রুটি-চাঁদ দেখা যায় আকাশের পরে,
প্লাবনে ভেসে গেছে জীবনের যত
ঘূর্ণি এসেছে যেন দানবের মত।
ঘর বাড়ি ভেসে গেছে ভালো নেই মন
কাঁদছে অঝোর ধারায় সুন্দরবন,
ছেলে মেয়ে কাঁদছে পাড়ায় পাড়ায়
মা বাবার হতাশা চোখের তারায়।
স্বপ্নটা ভেঙ্গে দিতে আম্ফান এলো
দু:সহ ব্যথা ভেসে সংসার গেল,
জোড়া তিরে বিদ্ধ সমাজের পাশে
বিপদেতে চালে ডালে সাহায্য আসে।
মানুষের সাথে থেকো এই বিপদে
বিভেদটা মুছে যাক ঘোর আপদে,
বাঁচতে সবাই চায় স্বপ্নের মাঝে
রাজনীতি ভুলে এসো এই মহা কাজে।
