আজ দূষণ আকাশে বাতাসে
মড়ক লেগেছে জলে স্থলে
তেজস্ক্রিয় বিষবাষ্প শ্বাসে প্রশ্বাসে
নিরুপায় মানুষ ধ্বংসের কবলে।
শোন পথিক, একটু দাঁড়াও,
কেউ বোঝে না তারা
ওদের ভয়ঙ্কর কর্মকান্ডে
ছাড়া পায় না নিজেরাও,
ওদের অপকর্ম
বিদ্ধ করে নিজেকে
শূলে চড়তে হয় সবে
বুমেরাং হয়ে ফেরে নিজের দিকে,
আজ লোভের পারাবারে
কাল ধ্বংসের বিভীষিকা,
হে ধূসর সভ্যতা!
ধ্বংস করে সবুজে
যেতে হয় কবরে তোমাকে
ধ্বংসের এই উৎসব কাণ্ডে
আহুতি দিতে হয় নিজেকে।
বলে রাখি একটা কথা
পেতে পারো এইটুকু সান্ত্বনা
শব যাত্রী শেয়াল কুকুর
সবার ঘরেই মড়কের হানা।