আসছে দেবী বাপের ঘরে – সবিতা কুইরী

নারদ নারদ দুর্গা দেবী
ব্যস্ত হয়ে ডাকে
বাবা তুমি ফোন করে দাও
মস্ত অসুরটাকে।

এ বছর ঐ মহিষাসুরে
করব না বধ আর
করোনা কে ই মারব ধরে
বাঁচবে এ সংসার।

বাপের বাড়ি আসবে বলে
গুছিয়েছে মা সব
এমন সময় গনশা এসে
জুড়ল কলরব।

মাস্ক পরবে কেমন করে
গনেশ হাতিমুখো
সমাধানে বাবার কাছে-
টানছে দেখে হুঁকো ।

বায়না করে এল ছুটে
ময়ূর নিয়ে কেতো
মাস্ক পরে মামার বাড়ি
মোটেই যাবে না তো।

সব কিছু তো ঢেকে যাবে
স্টাইল করা মুখে
বছরের এই দিনগুলিতে
ফ্যাশন করি সুখে।

সহমতে স্বরসতী
করল এবার মান
মাস্ক পরে কেমন করে
গাইবে বল গান??

তাছাড়া  লিপস্টিক টার
থাকবে কিছু আর?
বিনা সাজে মামার বাড়ি ?
ইচ্ছে নেই তাঁর ।

লক্ষী বলে মা জননী
মাস্ক পরেছি  আমি
চল এবার মামার বাড়ি
সঙ্গে নিয়ে তুমি।

খুশি হয়ে গৌরী কহে
লক্ষী আমার মেয়ে
স্বরি গনশা কেতো শেখ
এর দিকে চেয়ে ।

কোন রকমে সামলে নিয়ে
তৈরি যখন গৌরী
এ বছর টা না গেলে নয়
ভোলা হল বৈরী।

উমা রেগে বলল তেড়ে
শোন ওগো স্বামী
বছরের এই দিনগুলিতে
থাকবো না তো আমি।

ভাইরাস টা জ্বালিয়ে খেলে
বাপের বাড়ির লোকে
কেমন করে থাকব বল
তোমার সঙ্গে সুখে????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *