আশা – বিজন মণ্ডল

যখন কুয়াশায় ভর করে ভোর

ধরণী নিদ্রাঘোর

আমি তখনো চোখ মেলে থাকি-

তোমায় দেখার আশায়—-

যখন চৈতালি হাওয়ায় চড়ে দ্বিপ্রহর

রৌদ্রে কাঁপে ধূলার ঝড়

আমি জনহীন পথে তখনো দাঁড়িয়ে-

তোমায় দেখার আশায়—-

যখন ঈশান কোণে বৈশাখী জাগে

ভৈরবী ঢেউ কূলে কূলে দাগে

আমি তখনো বাড়াই তরী-

তোমায় দেখার আশায়—-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *