আলো আঁধারের সংশয়

 

shrutisahitya.com


নববর্ষ //    সুপ্রতীম ওঝা

কালো চুল ,সাদা হবে

সবই যাবে, কিছু রবে

গানে গানে সুর কবে

সবই মায়া বটে, তবে?

.

                            কিছু কাজ থাকে বাকি

                            তাহা যতনেতে রাখি

                            কওয়া কথা সাখি সাখি

                            মন্দ টাকে দিয়ে ফাঁকি

                            বিশ্বাসে তে বন্ধ আঁখি

                            স্মৃতির ডোরে বাঁধি রাখী

.

 চিত্রপটে তোমাই তুলি

 পুরানো পাতার বাঁধন খুলি

  মনের আশা খানিক ভুলি

 কাঁধেতে আজ নতুন ঝুলি

 পুরাতনের প্রস্থানেতে

  নতুনের এই ছন্দ গুলি….

.

হাতে হাত ধরে //  রণেশ রায়

তুমি যেতে চেয়েছ হাতে হাত ধরে

অজান পথে অজান সে দেশে,

চলে এসো তুমি দ্বিধা না করে।

তবে বন্ধুর সে পথ

চড়াই উৎরাই ধরে যেতে হয়,

পথের প্রতিটি বাঁকে

আলো আঁধারের সংশয়

মৃত্যুর শমন জারি

কাঁটা বিছানো সে পথে

ক্ষত বিক্ষত শরীর,

চলতে হয় অজান পথে

বাধা বিপত্তি পেরিয়ে

মুক্তির আল বেয়ে।

.

পিড়িং পিড়িং – ৩০//  মাধব মন্ডল

খুকুনসোনা মিষ্টিসোনা

দুষ্টুসোনা দুষ্টুসোনা

দুধের কথায় বলবে শুধু

না খাব না না খাব না।

করলে তুমি জোর জুলুম

কাঁদবে বলবে এই শুলুম।

আদর তখন ঝরে কত

ও সোনা মা ও সোনা মা

ও দুধ খাবে বিল্লি বাচ্চু

এইটুকু তোর জন্যে মা।

.

পিড়িং পিড়িং – ৩১  //  মাধব মন্ডল

যে কাজটি কেউ পারে না

খুকুমণি পারে

দিনের মধ্যে সতেরবার

জলটি ঘেঁটে ছাড়ে।

বকাবকি করো যদি

হি হি হা হা হাসে

শীত বুড়ো এলে শুধু

না-জল ভালবাসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *