আলোর অংকুশ আকুতি দেখেছি নিবারিত আঁধারে, স্বোপার্জিত সুখের বিলাপে নহর বয়ে চলে,
নিথর মরুর লু–হাওয়ার কস্তুরী গায়ে মাখিয়ে নিরন্তর
এক পা এগুতেই
দু’পা টলছে!
#
ঝলসানো অবয়বে চিৎকার করে গেছি
সহস্র বছরেও জীবন্ত ও
প্রাণপণ
বারুদে ঠেসে দিলে তাই নিভেছে দেউড়ির গল্গটা,
#
কল্পনার হাতে পায়ে সুখের অন্য প্রকরন ,
পুরোটাই ভূয়াদের দখলে,
দেহকানন ভেঙ্গে রক্তঝরার দিগন্তে মেঘগুলো
মিইয়ে যায়,
গুটিয়ে যাওয়া পালের নাও
সেতুর ওপর একাকী
রাতটার বুক জাপটে চেয়ে থাকি
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika