06-01-2021
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য.
কবিতা -#আমি_এবং_ছায়া_#
আমার দুচোখে এমন কোন আভা নেই যে
চাঁদের মত সূর্য থেকে আলোকিত হবে।
দিনের আলো ডুবে গেলে সবুজ পাতাকে
গিলে ফেলে সমূহ আঁধার।তারা ওঠার আগে
নীলাকাশ থেকে প্রাণের সরবে বৃক্ষে
পা ফেলে শীতের পরিযায়ী পাখি।
তখোন ছায়া থাকেনা অসীম জিজ্ঞাসা থাকেনা
কেবল সময়ের বেভুল পরিবেশে মিশে থেকে
অস্তিত্বকে আপন করে নির্দ্বিধায় পরবাসে।
অথচ ভোরের কুয়াশা সরে গেলে কে যেন
আমায় অনুসরন করে প্রতিনিয়ত চলার পথে
সূর্যের তীর্যক রেখায় চুপি চুপি আমারি মত
হেলেদুলে চোখ রাখে সন্মুখ রাস্তার বাঁকে।
কোন বৃক্ষ পেলে লুকিয়ে পড়ে গুপ্তচরের কৌশলে
এগিয়ে যায়– আরো এগিয়ে– লক্ষ্যের সীমানায়
উপস্হিতি তার ক্ষীণ হয়ে যায় সূর্য লুকালে।
অতঃপর বহমান আমি বয়ে চলি উদাত্ত জোয়ারে
মৃত্তিকায় ফাটল ধরাই নবছায়ার উল্লাসে- জলে
দেখে নিজের অবয়ব একি ছন্দোময় ঢেউয়ে!
গড়ে তোলে আগামীর সিঁড়ি, উত্তরীয় অবসাদে
হারিয়ে যায় আদিগন্ত ঘনছায়ায় মত আদি মেঘদূত।
মূলতঃ ছায়া শুধুই পরগাছা হয়ে জীবনের ঢেউ খেলে
বেঁচে থাকে অনন্তকাল কল্পনার বিনিদ্র সরোবরে।।
প্রদীপ ভট্টাচার্য