সামনে পিছে উপরে নিচে
লম্ফ জ্বালাই আমরা;
আমি এবং আমরা সবাই
ভইরা থাকি কামরা।
পা’য়ে পা’য়ে ডাইনে বা’য়ে
খবর বানাই আমরা;
বহুত পিছে মোগো’র থে’কা
এ্যারা ওরা– নামরা।
খবর রচি থুতমা বেচি
চান্স পাবা না তোমরা;
একলা পামু একলা খামু
হোমরা-চোমরা , ভোমরা।
সবাই সবার নয় কী হবার?
টান পড়ে যায় অংশে?
এমন করে চললে স্বজন
পৌঁছে যাবা ধ্বংসে।