আমি আর ফিরবো না : শৈলেন মন্ডল

আমি তোমার মনের অতল অবয়বে হারিয়ে গিয়েছি, জানি, আমি আর কোনোদিনই ফিরবো না।
তোমার আকাশ,তোমার বাতাস,তোমার অব্যক্ত স্মৃতির মালায় মিশে গিয়েছি, 
জানি, আমি আর কোনোদিনই ফিরবো না। 
তোমার রক্তে, তোমার ভালবাসায়,তোমার শিরা,উপ-শিরায়,তোমার অলিন্দ – নিলয়,তোমার হৃদিপদ্মে,তোমার ভবে অনভবে বিলীন হয়ে গিয়েছি, 
জানি,আমি আর কোনোদিনই ফিরবো না।
তোমার শহরে নিয়ন আলোতে, রাজপথে, তোমার ভালবাসার উন্মুক্ত বিতানে ছড়ানো গোলাপের পাপড়িতে আজও আমি সাজানো রয়েছি,
জানি,আমি আর কোনোদিনই ফিরবো না।
তোমার হাসিতে তোমার কান্নায়, তোমার কল্পনার কবিতায়,তোমার উষ্ণতার বেলাভূমিতে, তোমার সুরের মুর্চ্ছনায় সবেতেই থেকে যাবো,
জানি,আর কোনোদিনই আমি ফিরবো না।
আকাশের তারা হয়ে মিটমিট করে জ্বলবো আর তোমায় ভালবেসে যাবো, তুমি দূূর থেকে আমায় খুঁজে নিও আবার,
জানি, আমি আর কোনোদিন ও ফিরবো না।
তোমায় ভালবেসে নদী হয়ে মোহনায়, সপ্তসাগর পাড়ি দেবো,নীল জলে ভেসে যাবো,
জানি,আমি আর কোনোদিনই ফিরেবো না।
তোমায় আজন্মকাল ভালবেসে চলে যাবো না ফেরার দেশে আবার পরজন্মেও,
তবুও জানি,আমি আর কোনোদিনই ফিরে আসবো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *