আমার হোলি

আমার হোলি
—— ছন্নছাড়া।

এমনই কোন এক হোলির দিনে, রঙের পসরা নিয়ে
তুমি এসে রাঙিয়ে দিয়েছিলে আমারে, মনে পড়ে!
তোমার দুহাতের মুঠো বন্দী লাল, নীল আবীর আমার দুগালে দিয়ে বলেছিলে, “বসন্ত এসেছে দ্বারে।”

সেদিনের যৌবনের সেই উচ্ছ্বলতা সময়ের
সাথে সাথে ক্ষীণ থেকে হয়েছে ক্ষীণতর,
আমারও মনের রং যত ছিল , হয়েছে তা বিবর্ণ!
তবুও কালের নিয়মে বসন্ত আসে, হৃদয়ও নাচে!
এখন মনের উচ্ছ্বাস হয়েছে আরও তীব্রতর,
তোমাকে নতুন করে জানতে চাওয়ার আকাঙ্খায়!

খোলা বাতায়নে বসে আজ পথ পানে চেয়ে দেখি
কোন এক কিশোরী অপলক দৃষ্টিতে চেয়ে আছে
পথ পানে অনন্ত অপেক্ষায়, যে পথে আসিবে তার প্রিয়তম!
রঙের পসরা নিয়ে রাঙিয়ে দিতে তার গাল আর অলোকদাম!

তার সেই প্রতিক্ষায় আমি খুঁজে পাই তোমাকে!
মনে মনে আমিও সব বাধা পিছনে ফেলে
ছুটে যাই তোমার কাছে,
তোমাকে আবীরে আবীরে রাঙিয়ে দিতে!
আর তোমাকে জড়িয়ে ধরে জোর গলায় বলতে চাই –
” আমি তোমার সাথে রঙীন হতে চাই আজও । ”

তবুও ফাগুনের পূর্ণিমা আজ আমার কাছে ফ্যাকাশে!
রামধনুরা আর ওঠে না আমার মন আকাশে,
হোলির আনন্দ পরোক্ষে আমায় নিয়ে কেবলই হাসে!
জানি আজও তুমি রঙীন হবে তোমার প্রিয়ের হাতে।
তাই আর বলবো না তোমাকে পালাতে আমার সাথে!
আমি না হয় আবারও বিবর্ণ হব জীবনের রুক্ষ বাস্তবতাতে!

         ---------@@@@@@@---------

ছন্নছাড়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *