[post-views]
[printfriendly]
চোখ মেলে বাচ্চাটা দেখল এক অচেনা শহর
হঠাৎ করে সব আজ রঙিন হয়েছে
রাস্তার এদিক থেকে ওদিক আলোর মালা
কেকের দোকানগুলোও এসেছে সেজে
রঙিন নকল গাছ আর কেকের বাক্স
উপচে পড়ছে দোকানে দোকানে
রাস্তার ওপারে ধুলো মেখে বাচ্চাটা বলল মাকে
আজ কী ভগবান আসছে আমাদের কাছে
আজ প্রভু যীশুর জন্মদিন তাই
আনন্দে মেতে উঠেছে সবাই
বাচ্চাটা অবাক হয়ে বলল মাকে
প্রভু কী শুধু ওদের কাছে থাকে
আদর মাখিয়ে মা বলল হেসে
আমার যীশু আছে আমার কাছে
