আমার বাংলা
———
আমার ভাষা
মনের খোরাক
মেটায় সর্ব আশা,
ব্যক্ত করি পূর্ণ মনে
পাই অর্থ যাওয়া আসা।
বিশ্ব দেখি অঙ্গে রঙ্গে
প্রকাশ প্রেমে হাসা
আমার বাংলা
ভীষণ খাসা।
———
নবীন মণ্ডল
মহিষাদল
পূর্ব মেদিনীপুর।
নবীন মণ্ডল
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
আমার বাংলা
———
আমার ভাষা
মনের খোরাক
মেটায় সর্ব আশা,
ব্যক্ত করি পূর্ণ মনে
পাই অর্থ যাওয়া আসা।
বিশ্ব দেখি অঙ্গে রঙ্গে
প্রকাশ প্রেমে হাসা
আমার বাংলা
ভীষণ খাসা।
———
নবীন মণ্ডল
মহিষাদল
পূর্ব মেদিনীপুর।
নবীন মণ্ডল