[post-views]
[printfriendly]
আমার কী নেই? সবই আছে–
বুদ্ধি,বিবেক,জ্ঞান;
তোমরা আমায় লাত্থি মারো
যেমন শূন্য ক্যান।
আমার কী নেই? সবই আছে–
মেধা,মনন,ধৈর্য;
আমায় তবু হেলা কর
যেমনটা ঠিক বর্জ্য।
আমার কী নেই? সবই আছে–
ইচ্ছা,সাহস,বল;
আমায় নিয়ে সারাটিক্ষণ
করতে থাকো ছল।
আমার কী নেই? সবই আছে–
মা,বাপ,আপনজন;
আমি প্রতিবন্ধী বিধায়
কষ্ট সারাক্ষণ।
আমার কী নেই? সবই আছে–
দেশ ও দেশপ্রেম;
অভিঘাতে ভাঙছে শুধুই
মন ও বুকের ফ্রেম।