আমাদের স্বাধীনতা
জাহাঙ্গীর চৌধুরী
কদলী লোভে স্বাধীন ঐরাবত পড়ে মাহুত মাতঙ্গের ফাঁদে,
পরাধীনতার গ্লানিতে কাঁদে।
বেনিয়ার মাকড়সার জালে রাজাসন বিলাসী বাংলার গৃহবৈরীর হলো অবসান সতেরো সাতান্ন সন।
পলাশীর আম্রকাননে
বাঙালির স্বাধীনতা পেলো নির্বাসন,ললাটে জুটলো বেনিয়ার জাঁতাকলের নিষ্পেষণ।
হে স্বাধীনতা,সেদিন হতে তুমি
ঘুরেছ বঙ্গের অলিতে-গলিতে রাজপথে আলপথে রাতকানার মতন।
তোমায় উদ্ধারে অগণিত ক্ষুদিরাম প্রীতিলতা সেন পেলো জীবনের রাত,
দর্শীবেনা কোনদিন পৃথিবীর প্রভাত।
স্বাধীনতা তুমি এসেছিলে উনিশ সাতচল্লিশ সালে জোনাকির প্রভায় ভূঁই বিভক্তির দরবারে, নিভলো তা,ত্রিপক্ষীয় সন্ধির কুহোরে।
দুইযুগ পানকৌড়ির ডুবসাঁতার কেটে উঠলে রেসকোর্স মাঠে জনসমুদ্রের বুকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আকাশচুম্বী তর্জনী তোলা বজ্র ডাকে।
বাংলার সবুজ পত্রে নবারুণে ছুঁয়েছ গগন, ছাব্বিশ মার্চ একাত্তর সন।
বেশুমার ধ্বংসলীলা মাড়িয়ে ত্রিশলক্ষ প্রাণের রক্তক্ষয়ে, এলে ষোড়শ ডিসেম্বর বিজয় নিশান বয়ে।
আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন বাঙালি, বিশ্বদরবারে জিরাফের মতো শির উঁচিয়ে বাংলাভাষায় কথা বলি।
আজ ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস,
গাইবো জীবনের জয়গান, স্বাধীনতার গান,সাম্যের গান সকল ভেদাভেদ ভুলি।।
জাহাঙ্গীরচৌধুরী