আবদুস সালাম এর কবিতা

একরাশ বিদায়ী বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো সুখের বন্যায় ভাসুক। নতুন বছর আমাদের জন্য নিয়ে আসুক সমৃদ্ধির বাতাবরণ।

বিষাদ ঝরে পড়ে
আবদুস সালাম

হাহাকার বুনি বিশ্বাসের মাটিতে
অচেনা গ্রামের সীমানা জেগে ওঠে
ঈশ্বর
পান করে ধর্মের নিকোটিন
মেঘ ডেকে যায় মানবিক মাঠে

মানুষ মানুষ নিয়ে খেলা করে
রক্তাক্ত হয় পার্থিব‍্য উঠোন
প্রশ্ন ছুঁড়ে দিই আকাশে
হাওয়ায় উড়ছে তলোয়ারের নিশান

অন্ধকারে খুলে যায় পোশাক
শুনি উল্টো ধারাপাতের গল্প
উল্লাসের বাঁশি বেজে উঠলে বিষাদ ঝরে পড়ে মনুষ্য বাগানে
###

অন‍্য কথা
আবদুস সালাম

আহ্বান করি বিবেক কে
খুব ঘুম হলো এবার জাগো
ভাঙাচোরা সম্পর্কগুলো মেরামত করে নাও
বড্ড একা হয়ে পড়ছি দিন দিন

মৃত বিবেকের ঘরে আমাদের ঘর
উৎসবের নির্বীজ অন্ধকার প্রবাহিত হয় ক্ষয়াটে সময়ের হাত ধরে

প্রয়োজন আছে বলে গলা ফাটায়
খাঁয় খাঁয় সব তৃষ্ণার্ত বালিয়াড়ি
দেশ জুড়ে প্রতারকের সংসার

একটা নতুন দিনের চিকচিক আশা
নতুন বাঁশি নতুন সুরে বাজলেও
বিশ্বাস উড়ে যায় মেঘ হয়ে

দলেদলে চাতকেরা তৃষ্ণার্ত ঠোঁটে তাকিয়ে আছে
এক্ষুনি বর্ষা নামবে দেখে নিও

আবদুস সালাম

1 thought on “আবদুস সালাম এর কবিতা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *