আবদার – অভিষেক সাহা

[post-views]

একটা মোজা হবে , নতুন মোজা
লাল, নীল , কালো যাই হোক না কেন
রঙটা বড় কথা নয়, মোজাটাই আসল
নতুন মোজা না থাকলে, পুরোনো চলবে
সাবান দিয়ে ভালো করে ধুয়ে কেচে নেব
একটু  ছেঁড়া ফাটা থাকলেও চলে যাবে
শুধু ভাগ্য না বেরিয়ে পড়ে দেখতে হবে
নতুন হোক, পুরোনো হোক মোজা চাই
আজ মোজার ভীষণ দরকার যে
আজ তো সান্টা দাদু আসবে গিফট নিয়ে
সবার জন্য, আনবে অনেক কিছু নতুন কিছু
আজ মোজাটাকে টাঙাব জানলার পাশে
ঘরের সব আলো বন্ধ করে দেব রাতে
শুধু মনে মনে দাদুর কাছে করব আবদার
আনন্দ দিও গো তুমি, মনেতে সবার
abhisek saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *