সমস্ত হৃদয় জুড়ে
কখনও প্রকট কখনওবা প্রচ্ছন্ন রূপে
লুকোচুরি খেলে সে,
সে ছাড়া আজ
গদ্য যেন সবই
সে ছাড়া আজ
জগৎ কিছুই নয়,
বর্তমান ও ভাবী সমস্ত কিছু
একটু নিজে আর একটু সে ময়।
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
সমস্ত হৃদয় জুড়ে
কখনও প্রকট কখনওবা প্রচ্ছন্ন রূপে
লুকোচুরি খেলে সে,
সে ছাড়া আজ
গদ্য যেন সবই
সে ছাড়া আজ
জগৎ কিছুই নয়,
বর্তমান ও ভাবী সমস্ত কিছু
একটু নিজে আর একটু সে ময়।