আনকোরা প্রেম – আবীর মহাপাত্র

সমস্ত হৃদয় জুড়ে 

কখনও প্রকট কখনওবা প্রচ্ছন্ন রূপে

লুকোচুরি খেলে সে,

সে ছাড়া আজ

গদ্য যেন সবই

সে ছাড়া আজ

জগৎ কিছুই নয়,

বর্তমান ও ভাবী সমস্ত কিছু 

একটু নিজে আর একটু সে ময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *